বলিহারি, ১
বোধশক্তি লোপ পাচ্ছে মন্থরভাবে।
আলোকে অন্ধকার রূপে জ্ঞান করি,
হাওয়াকে অ্যাসিডের সিনোনিম মনে হয়।
দামি সোয়েটারে কাদার দাগ। হঠাৎ কেন?
মাটিকে তোশক মনে হয় যে... র্যাদার
মনে হয়েছিল সেইসময়ে।
দিব্যি শুয়ে আছি সকাল থেকে বিকেল।
উঠে দেখি গায়ে সুড়সুড়ি দেয় খানচারেক গুটিপোকা
ওহ বাবা, তারাও রক্ত খায় নাকি?
অবশ্য মানুষে ফ্রীতে পেলে বিষ খেয়ে ফ্যালে,
মালগুলো তো কেবলই কীটপতঙ্গ।
কীট দিয়ে মনে পরলো,
কিড্ স্ট্রীটের নাম বদলানোর কথা ছিল।
কি অবস্থা, সেই ট্রানস্যাকশনের?
কবে হবে দেওয়া কথা সত্যি?
অজস্র আঘাতে, নাকি ঠান্ডা হওয়াতে
কালোকল্লোলে অবশ আজ মনবৃত্তি
ডুবে যাওয়ার ভয়ে কিংবা না নেওয়া দায়ে
বিভ্রান্ত সবাই আজ। কিংবা হয়তো জ্ঞাত প্রতারক।
আলোকে অন্ধকার রূপে জ্ঞান করি,
হাওয়াকে অ্যাসিডের সিনোনিম মনে হয়।
দামি সোয়েটারে কাদার দাগ। হঠাৎ কেন?
মাটিকে তোশক মনে হয় যে... র্যাদার
মনে হয়েছিল সেইসময়ে।
দিব্যি শুয়ে আছি সকাল থেকে বিকেল।
উঠে দেখি গায়ে সুড়সুড়ি দেয় খানচারেক গুটিপোকা
ওহ বাবা, তারাও রক্ত খায় নাকি?
অবশ্য মানুষে ফ্রীতে পেলে বিষ খেয়ে ফ্যালে,
মালগুলো তো কেবলই কীটপতঙ্গ।
কীট দিয়ে মনে পরলো,
কিড্ স্ট্রীটের নাম বদলানোর কথা ছিল।
কি অবস্থা, সেই ট্রানস্যাকশনের?
কবে হবে দেওয়া কথা সত্যি?
অজস্র আঘাতে, নাকি ঠান্ডা হওয়াতে
কালোকল্লোলে অবশ আজ মনবৃত্তি
ডুবে যাওয়ার ভয়ে কিংবা না নেওয়া দায়ে
বিভ্রান্ত সবাই আজ। কিংবা হয়তো জ্ঞাত প্রতারক।
বসে থাকলে খুনশুটি,
হাতে দিলে দাতকপাটি।
হাতে দিলে দাতকপাটি।
//আগে চলতে থাকবে।//