নির্বিশেষ
চুনরং করা দেওয়াল হাতের চাপে রংচটা হলে দোষ কার?
ছেলেদের ভারি পা পরে মাঠের ঘাস উগ্র হলে বলো তো দোষ কার?
গভীর ঘুমে হারিয়ে ফেলি নিজেকে। নিজের অস্তিত্ব, নিজের ঠিকানা।
চেঁচিয়ে ঘুম ভাঙ্গবে প্রত্যেকটা দিন।
স্থিরতার ধোঁয়া নেমে আসে সারা দেহে,
ভীতু ঠোঁট দাঁতে চাপা খেয়ে হুঙ্কার দিয়ে ওঠে।
কিন্তু সে তো বন্ধ - কেউই শুনতে পায়নি।
পাবেওনা।
~প্র্যাট
চুনরং এর ভাবনার উৎপত্তিস্থল |