অনুপস্থিত আজ

 স্বপ্নেও ভালবাসি, নাকি স্বপ্নেই ভালবাসি?

তার বিড়ির গন্ধময় আঙুল, কালো ঠোঁটের হাসি?

ঘাড়ে রেখে মাথা, আঁকড়ে ধরে তোমার হাত

সে মাততো অন্ধানন্দে, হয়তো থামতো বৃষ্টিপাত।

বুঝতো, অন্ধকারে শিরায় আঁকিবুঁকি কেটে

নক্ষত্রের ভিড়ে শুধুই খুচরো পয়সা জোটে।

ভাঙা বাড়িতে লাল আলো জ্বেলে যায় সে মরে।

গড়ায় বিছানায়, বা তৃতীয়জনের হৃদয় বন্দরে...

সে মরে প্রত্যেকদিন, মনে নিয়ে একরাশ যুদ্ধ

মনে নিয়ে পাল্টানো অভ্যাস আর যত মানুষ ক্ষুব্ধ;

সে এতদিন এক্সিস্ট্ করেছে শুধু, বাঁচেনি একদিনও

সে এতদিন ভালবেসেছে শুধু, খেতে চায়নি কখনও।

আজ্ঞা অবজ্ঞা করায় হয়তো হ্যাপিনেস্ ডিজ়ার্ভ করেনি সে, 

তাই ভাঙা নাগরদোলনা চলে যায়, তাকে নিয়ে অনন্তে।


~প্র্যাট



Popular Posts