অকারণেই
আমার বন্ধুর মতে - শীত পড়ছে।
নদী, নালা, পুকুর - সবই উষ্ণতার শূন্যতায় জমেছে।
পড়ে রয়েছে গ্যাসের পাশে রাখা দুখানা বোতল।
সেই জলেও, কোনো কারণে গন্ধ জন্মেছে।
নদী, নালা, পুকুর - সবই উষ্ণতার শূন্যতায় জমেছে।
পড়ে রয়েছে গ্যাসের পাশে রাখা দুখানা বোতল।
সেই জলেও, কোনো কারণে গন্ধ জন্মেছে।
শীতকালের রাত কাটতে চায়না অথচ
সবাই কেমন স্থিরতার শিকার হয়ে ওঠে —
ঘুম আসেনা, তাও শরীরের যেটুকু শক্তি,
তাই দিয়ে পড়ে থাকতে হয় সেই একই বিছানায়
একই লাল কম্বলের তলায়।
সবাই কেমন স্থিরতার শিকার হয়ে ওঠে —
ঘুম আসেনা, তাও শরীরের যেটুকু শক্তি,
তাই দিয়ে পড়ে থাকতে হয় সেই একই বিছানায়
একই লাল কম্বলের তলায়।
কারণ এই রাতে তো আর বাইরে গেলে
জল কিনতে পাওয়া যাবে না -
সবাই কেমন স্থিরতার শিকার হয়ে ওঠে,
আর গ্যাসের পাশে রাখা দুখানা লাল বোতল?
সেই জলেও, কোনো কারণে গন্ধ জন্মেছে।
জল কিনতে পাওয়া যাবে না -
সবাই কেমন স্থিরতার শিকার হয়ে ওঠে,
আর গ্যাসের পাশে রাখা দুখানা লাল বোতল?
সেই জলেও, কোনো কারণে গন্ধ জন্মেছে।
~প্র্যাট।
মানুষের ভিড়ে নাকি মানুষ থাকেনা? তাই উপদেশের ভিড়ে আমার মেনে চলার শক্তি লোপ পেয়েছে। |