বলিহারি, ২
একটি বারই মরতে চাই, শালা সুখ সয়না পেটে
বলি নেশা কাটার আগেই, প্লিজ় তুমি পর কেটে
রানীর ঘোমটার মুক্তো আজ পড়ছে খসে অনর্গল
হয়তো তাই হঠাৎ করে আমায় ভেজায় দাবানল
ওষুধ আনতে ভুলে গেছি, শরীর মাফ করছেনা
তাই হয়তো ঘুমের চোটে ঘুমটাই আর আসছেনা
হিন্দি গান নিংড় নিয়ে পড়ছি আবার প্রেমের জলে
সাঁতার জানা মাছুয়ারা তাই পানির নিচে গপ্পো বলে
পড়ছি খসে দিব্যি আমি আবার নতুন শব্দ ঠাহর করে
ক্রোধজ্ঞাপনের শব্দবাজি ফাটছে ফাটুক আরো জোড়ে
এই বাজির আগুন যাবে, গিয়ে পড়বে ডিরেক্ট সুপ্রভাতে
ছাদ থেকে পড়া মধ্যাহ্নভোজ, কিংবা হয়তো নিদ্রাঘাতে।
ক্যাপিটালিস্ট আমি, দুঃখকেও সুবিধার্থে ছাড়লাম না
তোমায় কেমনে ছেড়ে যাই? সেটাই তো আর পারলাম না।
~প্র্যাট।