ভোর নামে...

আবছা নীল পৃথিবীর বুক আঁকড়ে ধরে কমলাটে হলুদ আভা..মুছে যায় গতরাতের ক্লেদ,ক্লান্তি বা অভিমান,শুধু তোষকের তলায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে জমাটবাঁধা আদরের দাগ...

শহরের সবথেকে নিচু ফ্ল্যাটবাড়িটার সবথেকে নিচু ছাদের তলার কোনো এক রান্নাঘরের গ্রীজ ধরা জানলার গা বেয়ে তখন ভোর নামছে..দু-চারটে কাক কিংবা শালিকও ডাকছে ইতিউতি... 

আর জানলার এইপারে শ্যাওলাধরা বেসিন,অগোছালো মশলার কৌটো,ডাঁই করে রাখা বাসনপত্রের মধ্যে দাঁড়িয়ে ওরা তখন সূর্য উঠতে দেখছে,চকলেট আর সিগারেটের কাউন্টারে মুছে যেতে দেখছে ঝাপসা অতীত,দেখছে রাতজাগার ক্লান্তি কিংবা ডার্ক সার্কেল কী সহজে মিলেমিশে এক হয়ে যাচ্ছে "চাঁদের পাশে আমার জ লাইন.."-এ!

যাকগে,ভোর সুন্দর,ভোর হওয়ার মুহূর্তগুলো সুন্দর..প্রত্যেকদিন হাজার-হাজারবার এমন ভোর নামুক!

🌻

-সুকু

কিছু জিনিস প্রথমবার ভালোই লাগে...
আবার কিছু জিনিস প্রথমবারেরও আগে...

Popular Posts